Saturday, October 29, 2016

দাম্পত্য

বল পূর্বক বহন নাকি, ব্রহ্মা বাঁধেন ফিতে।
সব হিসেব ই সমান,দেখো তোমায় বলি মিতে।।

ভালবাসে সবাই,আর সবাই বাজায় বাঁশি।
কখন ও শোনায়,নিছক গল্প,তো কখনও সর্বনাশি।।

এ পার থেকে,আগের বাঁধন,আল্গা লাগে ভারি।
মন ভুলে যায়,কাল নদী তে,বাইছে খেয়া তার ই।।

সত্যে ছিল যা মহাপাপ,ত্রেতা য় সেসব মাপ।
সময় নদীর জলে ধুয়ে যায়,পরশুরামের পাপ।।

ধ্রুবক শুধু দ্বন্দ্ব সমাস,অসীম ভালোবাসা।
বৃথাই খোঁজা অন্য পাড়ের,অন্য গানের ভাষা।।

আমার তুমি, না তোমার আমি,কঠিন সমিকরণ।
কঠিনতর সে সব নিয়ে অগাধ মেরুকরণ।।

বিবাহ মানে,বল পূর্বক বহন ছিল আগে।
তবু ও আজ সেই শব্দে ব্রহ্মা মনে জাগে।।

ভালো থাকার শর্ত গুলো ও,বদলেছে জেনো ঠিক।
দিবস জুড়ে দ্বন্দ্ব হলেও,দ্বন্দ্বে আছি ঠিক।।

Mina Bhaduri Sayanti Dasgupta

No comments:

Post a Comment