""আগে ছিল ব্যালত পেপার,এখন EVM
এখন চালু লিভ টুগেদার,আগে লাজুক প্রেম
ডাকবাক্সে আসত চিঠি,আগে দিনের শেষে
MAIL BOX আজ যাচ্ছে ভরে,হাজার SMS এ
আগে ছিল পলাশ শিমুল ফাগুন দিনের রং
আগে ছিলাম দামাল ছেলে এখন হলাম বং
পিয়াল শাখার ফাঁকে তখন এক ফালি চাদ আঁকা
তখন কত বন্ধু ছিল-আজকে ভিষন একা!!
তখন ছিল ঘটি বাঙাল চিংড়ি ইলিশ ল্ড়াই
এখন সে সব স্মৃতির পাতায়,একলা হেটে বেড়াই
তখন ছিল স্বপ্ন বুকে,পাল্টে দেবার দিন
মিছিল মিটিং লাল পতাকা মাও সেতুং এর চীন
চায়ের কাপে তুফান তুলে তর্ক হত কত
চারপাশে যা ঘটছে এখন মন দি ই না তত
(তখন) তরুন ছিল অরুন আলো কুসুমকীর্ণ পথে
এখন কিছু ভাল্লাগে না,লোডশেডিং এর রাতে
তখন যত দামাল ছেলে ঘুরছি রোদে জলে
এখন ঠিকানা বদলে আমি হাজির শপিং মলে
তখন আমি বাউল ছিলাম সঙ্গী ভাটিয়ালী
এখন সেটাই REMIX করি PUBLIC দেয় তালি
তখন তোমার খোপায় ছিল হলুদ গাদার ফুল
বাস স্টপে আজ হঠাৎ দেখা,হয়ত মনের ভুল
দুর্গা অপু কাশফুল আর কু ঝিক্-ঝিক রেল
আজকে বলি,"ফোন কোর মা,নয় ত দিও মেইল"
নতুন বছর হালখাতা আজ প্রনাম ভালবাসা
বাংলা থাকুক,বাংলা বাচুক এই টুকু থাক আশা""
...........................................................(জয় গোস্বামী)
"আগে ছিল তোমার সাথে লাজুক প্রেমের প্ল্যান।
বছর শেষে,সে সব স্মৃতি,সব যে হত ম্লান॥
আগে বাবার চোখ রাঙানি,বিয়েয় যত দেনা
না থাকলেও দিতেই হত "এক। দু" ভরি সোনা
এখন সে সব দিন ঘুচেছে তা বোঝ না নাকি?
এখন মোদের এ সব feelings সব কি শুধু মেকি?
আগের গানে সুর ছিল না,লোক জমাতে হায়
পুকুর চুরি করতে সুরের,ভাবলেও হাসি পায়
এখন মোরা REMIX করি,খুব যে দিচ্ছ চাল,
আগের গান শুনিয়ে তবে খেতে কেন গাল?
তখন ত ভাই খুব চ্যাঁচাতে,কেউ শোনে না বলে
আজকে সবাই শুনছে সে গান সবাই দেখ চোখ টা খুলে..
খুব যে দেখাও,দুর্গা অপু কাশ ফুল আর রেইল
পরের কথা গেছ কি ভুলে,চোখে সর্ষের তেল??
আজকে দাদু কজন মরে? খোঁজ টা নিয়ে বোলো
গাঁ গঞ্জের কজনের আজ দুর্গার হাল হলো?
এখনো তবে বলবে নাকি REMIX করি মোরা?
REMAKE ছাড়া জেন দাদু,তুমি ও মস্ত খোঁড়া
এবার বলি আসল কথা,আমরা এলাম পরে...
তোমরা ত তার অনেক আগেই এসেছ "ধরণী" পরে॥
আজকে যে হাল দেখে কাঁদো দায়ী তা তে কে?
সব কি খারাপ, নতুন কিছু,নতুন মানেই "GAY"
বুকের পরে হাত টি রেখে,স্বীকার কর দেখি?
মোদের আনা এই অভিযোগ,কত % মেকি?
এ কী দাদু? চললে কোথায়? মুখ টি করে ভার
জবাব যদি না দাও,তবে স্বীকার কোরো হার|| "
..................................................................(আমার ভাষায় উতোর !! )
No comments:
Post a Comment