ছোটবেলা
ছোট ছোট ষ্মৃতি,পাল তুলে যায়,কাগজের নাও বয়ে।
ফিরে ফিরে আসে ঘুমের জগতে,বৃষ্টির ছাঁট নিয়ে।।
ফিরে আসে,সেই হ্যারিকেন আলো,আসে শচীনের ব্যাট।
ভেসে আসে সেই ঝুলন খিচুরি, আর শাক শব্জির ঘ্যাট।।
ফিরে আসে ফাঁকা অঙ্কের খাতা,মলাট বাঁধানো বই।
জ্যামিতি বাকসো,রায়-মার্টিন,দুপুরের টক দই।।
সে এক জগৎ,আজব বড়,বই য়ের ভেতর ঠাসা।
বাঁনর সেখানে জঙ্গল ছেড়ে, বাঁশ গাছে বাঁধে বাসা।।
চৌবাচ্চা সব কটা ফুটো, জল আসে আর যায়।।
গরু মোষ শুধু মেলে বাজারে তে, কেনা বেচা হয় হায়।।
রামু বেচারা,এখনো সেখানে,বাজারের থলি নিয়ে।
বাজার না করে,টাকার হিসেব মেলায়, বাড়িতে গিয়ে।।
শত রকমের বিদঘুটেমির সমাহার ছিল সেটা।
হারানো বাঁশির সুরের মতই,হারিয়ে গিয়েছে যেটা।।
ছুটি-ছুটি মেশা গরমের ছুটি,দুপুরে শক্তিমান।
বিকেলেতে ছুট কবাডির মাঠে,সব ষ্মৃতি অম্লান।।
দুরে ভেসে অবোধ কবিতা,বাংলা খাতার শেষে।
মেঠো সুর বয়ে,হাওয়া চলে যায়, উজানতলির দেশে।।
"যদি তুমি থাকো ঘরের ভেতরে,আমি উঠে যাই ট্রেনে।
জেনো শুধু তুমি,আর নেই আমি,হুইসল বাজে কানে।।"
.........................................(Incomplete)
No comments:
Post a Comment