Saturday, October 29, 2016

প্রথম দেখা

"প্রথম দেখা"

প্রথম ছিল দিন টা আমার, প্রথম দেখা বটে।
সূর্য তখন শেষ আকাশে, অস্তাচলের পথে।।

প্রথম ? না কি পুরনো অনেক? সে সব কথা থাক।
দিন গুনে কি বইছে বাতাস? হারিয়ে যাওয়ার ডাক?

মাঠে'র পরে মেঠো রাখাল,মেঠো সুরের তান।
সেই বাঁশি কি বাজিয়ে ছিল,নতুন কোন গান?

তিন টি বছর আগের সাঁঝে,প্রশ্ন জাগে মনে,
শুকতারা ঠিক কোথায় ছিল?সাঁঝবাতির টানে?

একমুঠো রোদ ঝড়ের শেষে, একমুঠো সুর গানে।
একমুঠো রঙ,ছড়িয়ে দিলাম,তোমার ষ্মৃতির পানে।।

সে ক্ষণ থাকুক  কবিতা হয়ে,থাকুক হৃদয় মাঝে।
ঠিক যেখানে ইমন রাগ,দীপক হয়ে বাজে।।

No comments:

Post a Comment