শুকতারা থাকে সুদূর আকাশ মাঝে
দুরত্ব টাই ভালবাসা হয়ে থাক।
সুদূর তবু ও স্নিগ্ধ তার ই আলোয়
উল্টাব পাতা জীবন নদীর বাঁক।
সভ্যতা করে শাড়ি,ঘোমটা র দাবী।
অসভ্যতা শুধু শরীর টা চায়।
সিঁদুর তোমায় বাঁচাবে না হায় নারী,
তোমাকে বাঁচাবে,তোমার গলার স্বর।।
সভ্যতা চায় তোমাকেই হে নারী,তুলসীতলায়
ঘোমটা দেওয়া মাথা।
ভুলে গেছো কভু তোমার ও চাহিদা ছিল,আমরা ভুলেছি তোমার সব কথা।
সিঁদুর ঘোমটা শাড়ির এ সভ্যতায়,হারিয়ে ফেলেছো তোমার গলার স্বর।
সভ্যতা আরো বাহবা দিয়েছে তোমায়,আমরা কেড়েছি তোমার নিজের ঘর।।
কেবা জানে, ঐ জীবনের শেষ পাড়ে,হয়তো দাঁড়িয়ে ভক্তিপ্রণত হাত।
এতদিন ধরে পূজা করেছিলে যারে আশিষ মাগিতে বাড়াবেন তিনি হাত।।
No comments:
Post a Comment