বিবাহ বার্ষিকী উপলক্ষে
"....দুটি সুর ছিল,একলা চলার পথিক
মিলে মিশে গিয়ে গান হল গতকাল
আকাশের তারা নিশ্চুপ শ্রোতা হয়ে,
কান পেতে থাকে শাশ্বত মহাকাল
কালের হিসেব জটিল অংক ভারি,তার তরে থাক ভক্তি প্রণত হাত,
গান টি চলুক হাজার বছর ধরে,শ্রোতা হয়ে থাক শাশ্বত মহাকাল
শস্ত্র ছেঁড়ে না,অগ্নি দহে না যারে,
গানের শপথ থেকে যাক তারি তরে,
মিলন যেন মৃত্যু ছাপিয়ে উঠে,লোকগীতি হয়ে ঠোঁটে ঠোঁটে ভেসে যায়
জন্মান্তর মান্দাস হয়ে যেন,দুটি সুর কে আবার মিলিয়ে দেয়
.........."
wow.i luved it
ReplyDeletewow.i luved it
ReplyDelete