গানের আজ কে দুইটি বছর বয়স।
পল্লবী তে দ্বন্দ্বে র মূর্ছনা।।
জীবন লিখুক আগের লাইন কটি।
অন্তরা হোক শুধু অভিমান ভরা ।।
অভিমানি হোক,কালবোশেখি র মেঘ,
অভিমান থাক সকাল বিকেল জুড়ে।।
ঠিক জানি সব ভিজে যাবে,আরবার,
সন্ধে নামুক গাঙুড়ের এই তীরে।।
সিক্ত রজনী,রিক্ত করুক আবার,অভিমান গুলো হয়ে যাক মালকোষী।
শর্বরী জুড়ে মাতুক ক্ষণপ্রভা, সৌদামিনী ও চুম্বন প্রত্যাশী।
No comments:
Post a Comment