মাতৃভাষা
=============
===<><><>===============
শহীদ শোণিতে রাঙিয়া জননী, বিশ্ব-চেতনা দ্বারে,
ঘোষিত হয়েছে তোমার মহিমা,কালে কালে বারে বারে।।
তুমি সামগান কোরানের, অথবা বেদের প্রাচীন বুলি।
তোমারে রচিতে, স্বয়ং স্রষ্টা হাতে নিয়েছিল তুলি।।
শিখিয়েছ তুমি,শ্রদ্ধা টি শুধু তোমার প্রাপ্য নয়।
বিশ্বকুলের সকল ভাষার,সম-অধিকার হয়।।
আশা রাখি তাই,তোমার পরশে,তোমার দেখানো পথে,
অধিকার পাবে শত কোটি ভাষা,জগতের রাজপথে।।
বাংলাদেশের শ্রেষ্ঠ গর্ব,বাঙালি র শেষ আশা।
নন্দিত হোক জগৎ জুড়িয়া,মোদের বাংলাভাষা।।
তোমায় লিখতে,যে মেধা হীণ রা,কলম নিয়েছে তুলি,
পরিবর্তন যাদের কাছে,অশুভ একটি বুলি
জানে না কো তারা, তোমার দুনিয়া শুধু ব্যাকরণ নয়,
বাঙালি র কাছে,এ গোটা বিশ্ব শুধুই বাংলা ময়।।
কোন স্কুলে আজ কি বেশি পঠিত,বাংলা না ইংলিশ?
তালে কি বাঙালি ভুলছে বাংলা? আজ তারা বাংলিশ??
শুধু এই কথা তাদের জন্য, হে মোড়ল অর্বাচীন।
মাতৃভাষা র সংশাপত্র আদতে অর্থ হীণ।।
ভাবের প্রকাশ সহজ ভাবে তে,প্রকাশিত হয় যেথা।
জেনো বাংলা ভাষার আসল মর্ম প্রকাশ পেয়েছে সেথা।।
দেওয়ালে দেওয়ালে লেখা হোক আজ ভাষা দিবসের গান।
সব ভাষা পাক সমান আদর, তোলা থাক অভিমান।।
================<><><>===============
তমোঘ্ন