Sunday, July 30, 2017

বিদ্যাসাগর


"একা শর্বরী, যেন মায়াপুরী,খেয়ালেতে রণ-ডঙ্কার
ভীত শর্বরী, নীপ-মঞ্জরী,পিণাকে তে লাগে টঙ্কার
মিছে খ্যাতি যত,করে ভন-ভন ভক্তের ভনিতায়
অঞ্জলী শুধু চাপাতি ত্রীশূলে ,তব ক্রোড়ে শোভা পায়
তুমি ভগবান, তে তলা টা তাই তোমার তরেই রাখা,
আমরা না হয় নীচে ই থাকব, বলে যাব বুলি ফাঁকা
যদি কভূ হয়, চেতনার উদয়, টান ধরে ভক্তি তে
সাগরেদ তব, রেডি হয়ে আছে, চাপাতি - ত্রীশূলে তে
এ ক্রূর বিশ্বে,তবু দয়াময়, কেমনে টানিলে তুলি??
তব পরশে তে প্রান খুঁজে পেল,মোদের বাংলা বুলি
শতবছরে র, বাল্যবিবাহ র, বিরুদ্ধে তুমি গেলে
যুক্তি বোধের কৃশানু র সেই প্রারম্ভাস টি দিলে
বিরোধী তা তব করেছিল যারা, দুই টি শতক পরে
মাত করে আছে রূপালি পর্দা, ভক্তি-বাজার জুড়ে
হে মহাসাধক, জীবনে তে হায়, পাও নি ক সম্মান
রাধাকান্ত র সনাতনী দল,করেছিল অপমান
আজ ও অপমান, তব উষ্ণীষ, ক্রূর বাংলা র বুকে
ভক্তি র চোটে যুক্তি যেখানে, শুধু রাস্তায় লুটে
মৃত্যু সেদিন হয়েছে অমর, তোমারে পেয়েছে যবে
শূচীতর হল জাহ্নবী ধারা, তব সনে এই ভবে
নারী শক্তীর প্রকৃত সাধক, দয়া ও ঞ্জাণে র সাগর
তব তরে থাক, বৃথা সম্মান, আমার বিদ্যাসাগর...."

Wednesday, March 8, 2017

নারীবাদ

তোমাকে বড্ড প্রয়োজন নারী, আজকের শুভ দিনে
গহনা,সুরভি, তঞ্চকতায় নেবই তোমাকে কিনে।
নারী শব্দ টি অনেক গভীর, ইতিহাস ও সেটা জানে,
যুগে যুগে এর নব ব্যবহার, আমাদের কানে কানে।।
তুমি দরকার দলাদলি তে, দরকার মিছিলে তে
হোক চুম্বন,অথবা শখের বিরোধী র মৌতাতে।
আমাদের শুধু দলাদলি চাই, চাই একরাশ ঘৃনা
তোমায় নিয়ে আদিখ্যেতা কি তাই বলে করবো না??
আমি নারী বাদি,male chauvinist যাও তুমি নরকে তে।
শুধু আরেক টি বার অজুহাত চাই, আগ্রাসনের পথে।।
হে নারীবাদ, তোমায় সেলাম, ভাগ্যিস তুমি ছিলে।
অন্ধ মোদের নয়ন জুড়িয়া ঞ্জানের আলোক দিলে।।

তোমার পরশে,তোমার হরষে, এত্ত দিনের শেষে
শিটি দিয়ে ওঠা মোদের কন্ঠে তব জয়গান ওঠে।।
তোমায় পূজিছে ফ্যাশান দেবতা, লহ তব অঞ্জলি
পণ্যদেবতা, লক্ষী দেবী তব ক্রোড়ে করে কেলি।।

তব পরিচয় শুধু লেখা থাকে আজ শাঁখা সিঁদুরে র নীড়ে,
শত আভরণ,ডিজিটাল ক্লিক, সিঁদুর-নাসা র ভীড়ে।।
অতীতে তোমায় পুড়িয়েছি মোরা,এই বাংলার মাঠে
ছিনিয়ে নিয়েছি বংশাধিকার, তব যৌবন পটে।।
আজ ও নারীবাদ,তুমি প্রতিবাদ করবে না,ঠিক করে
প্রসাধনে মেতে শুধু এ ভড়ং সয়ে যাবে চুপ করে।
তব প্রতিবাদ শোনা যায় শুধু স্বল্প বসন নিয়ে
মত্ত মাতাল এই দুনিয়া র, বিজ্ঞাপন টি নিয়ে।।
বিধবা রা সব থাকে বঞ্চিত,আমিষ তাদের মানা
নারীবাদ তুমি করো প্রতিবাদ,না কি এ বিষয়ে বলা মানা??
ঐ যে মেয়েটি রাস্তা বানায়, নোংরা শাড়ি টি পড়ে
সে তো নারী নয়, নারীত্ব তার অচেনা তোমার নীড়ে।
তোমার দিবসে থেকে যাক তাই এই এক সান্তনা।
মানব দিবস, আসবে সামনে, সহে সব যন্ত্রনা।।

Friday, February 24, 2017

দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে

গানের আজ কে দুইটি বছর বয়স।
পল্লবী তে দ্বন্দ্বে র মূর্ছনা।।

জীবন লিখুক আগের লাইন কটি।
অন্তরা হোক শুধু অভিমান ভরা ।।

অভিমানি হোক,কালবোশেখি র মেঘ,
অভিমান থাক সকাল বিকেল জুড়ে।।

ঠিক জানি সব ভিজে যাবে,আরবার,
সন্ধে নামুক গাঙুড়ের এই তীরে।।

সিক্ত রজনী,রিক্ত করুক আবার,অভিমান গুলো হয়ে যাক মালকোষী।
শর্বরী জুড়ে মাতুক ক্ষণপ্রভা, সৌদামিনী ও চুম্বন প্রত্যাশী।



Monday, February 20, 2017

মাতৃভাষা

মাতৃভাষা
============= ===<><><>===============
শহীদ শোণিতে রাঙিয়া জননী, বিশ্ব-চেতনা দ্বারে,
ঘোষিত হয়েছে তোমার মহিমা,কালে কালে বারে বারে।।
তুমি সামগান কোরানের, অথবা বেদের প্রাচীন বুলি।
তোমারে রচিতে, স্বয়ং স্রষ্টা হাতে নিয়েছিল তুলি।।
শিখিয়েছ তুমি,শ্রদ্ধা টি শুধু তোমার প্রাপ্য নয়।
বিশ্বকুলের সকল ভাষার,সম-অধিকার হয়।।
আশা রাখি তাই,তোমার পরশে,তোমার দেখানো পথে,
অধিকার পাবে শত কোটি ভাষা,জগতের রাজপথে।।
বাংলাদেশের শ্রেষ্ঠ গর্ব,বাঙালি র শেষ আশা।
নন্দিত হোক জগৎ জুড়িয়া,মোদের বাংলাভাষা।।
তোমায় লিখতে,যে মেধা হীণ রা,কলম নিয়েছে তুলি,
পরিবর্তন যাদের কাছে,অশুভ একটি বুলি
জানে না কো তারা, তোমার দুনিয়া শুধু ব্যাকরণ নয়,
বাঙালি র কাছে,এ গোটা বিশ্ব শুধুই বাংলা ময়।।
কোন স্কুলে আজ কি বেশি পঠিত,বাংলা না ইংলিশ?
তালে কি বাঙালি ভুলছে বাংলা? আজ তারা বাংলিশ??

শুধু এই কথা তাদের জন্য, হে মোড়ল অর্বাচীন।
মাতৃভাষা র সংশাপত্র আদতে অর্থ হীণ।।
ভাবের প্রকাশ সহজ ভাবে তে,প্রকাশিত হয় যেথা।
জেনো বাংলা ভাষার আসল মর্ম প্রকাশ পেয়েছে সেথা।।
দেওয়ালে দেওয়ালে লেখা হোক আজ ভাষা দিবসের গান।
সব ভাষা পাক সমান আদর, তোলা থাক অভিমান।।
================<><><>===============
                                                             তমোঘ্ন