"একা শর্বরী, যেন মায়াপুরী,খেয়ালেতে রণ-ডঙ্কার
ভীত শর্বরী, নীপ-মঞ্জরী,পিণাকে তে লাগে টঙ্কার
ভীত শর্বরী, নীপ-মঞ্জরী,পিণাকে তে লাগে টঙ্কার
মিছে খ্যাতি যত,করে ভন-ভন ভক্তের ভনিতায়
অঞ্জলী শুধু চাপাতি ত্রীশূলে ,তব ক্রোড়ে শোভা পায়
অঞ্জলী শুধু চাপাতি ত্রীশূলে ,তব ক্রোড়ে শোভা পায়
তুমি ভগবান, তে তলা টা তাই তোমার তরেই রাখা,
আমরা না হয় নীচে ই থাকব, বলে যাব বুলি ফাঁকা
আমরা না হয় নীচে ই থাকব, বলে যাব বুলি ফাঁকা
যদি কভূ হয়, চেতনার উদয়, টান ধরে ভক্তি তে
সাগরেদ তব, রেডি হয়ে আছে, চাপাতি - ত্রীশূলে তে
সাগরেদ তব, রেডি হয়ে আছে, চাপাতি - ত্রীশূলে তে
এ ক্রূর বিশ্বে,তবু দয়াময়, কেমনে টানিলে তুলি??
তব পরশে তে প্রান খুঁজে পেল,মোদের বাংলা বুলি
তব পরশে তে প্রান খুঁজে পেল,মোদের বাংলা বুলি
শতবছরে র, বাল্যবিবাহ র, বিরুদ্ধে তুমি গেলে
যুক্তি বোধের কৃশানু র সেই প্রারম্ভাস টি দিলে
যুক্তি বোধের কৃশানু র সেই প্রারম্ভাস টি দিলে
বিরোধী তা তব করেছিল যারা, দুই টি শতক পরে
মাত করে আছে রূপালি পর্দা, ভক্তি-বাজার জুড়ে
মাত করে আছে রূপালি পর্দা, ভক্তি-বাজার জুড়ে
হে মহাসাধক, জীবনে তে হায়, পাও নি ক সম্মান
রাধাকান্ত র সনাতনী দল,করেছিল অপমান
রাধাকান্ত র সনাতনী দল,করেছিল অপমান
আজ ও অপমান, তব উষ্ণীষ, ক্রূর বাংলা র বুকে
ভক্তি র চোটে যুক্তি যেখানে, শুধু রাস্তায় লুটে
ভক্তি র চোটে যুক্তি যেখানে, শুধু রাস্তায় লুটে
মৃত্যু সেদিন হয়েছে অমর, তোমারে পেয়েছে যবে
শূচীতর হল জাহ্নবী ধারা, তব সনে এই ভবে
শূচীতর হল জাহ্নবী ধারা, তব সনে এই ভবে
নারী শক্তীর প্রকৃত সাধক, দয়া ও ঞ্জাণে র সাগর
তব তরে থাক, বৃথা সম্মান, আমার বিদ্যাসাগর...."
তব তরে থাক, বৃথা সম্মান, আমার বিদ্যাসাগর...."