Wednesday, March 8, 2017

নারীবাদ

তোমাকে বড্ড প্রয়োজন নারী, আজকের শুভ দিনে
গহনা,সুরভি, তঞ্চকতায় নেবই তোমাকে কিনে।
নারী শব্দ টি অনেক গভীর, ইতিহাস ও সেটা জানে,
যুগে যুগে এর নব ব্যবহার, আমাদের কানে কানে।।
তুমি দরকার দলাদলি তে, দরকার মিছিলে তে
হোক চুম্বন,অথবা শখের বিরোধী র মৌতাতে।
আমাদের শুধু দলাদলি চাই, চাই একরাশ ঘৃনা
তোমায় নিয়ে আদিখ্যেতা কি তাই বলে করবো না??
আমি নারী বাদি,male chauvinist যাও তুমি নরকে তে।
শুধু আরেক টি বার অজুহাত চাই, আগ্রাসনের পথে।।
হে নারীবাদ, তোমায় সেলাম, ভাগ্যিস তুমি ছিলে।
অন্ধ মোদের নয়ন জুড়িয়া ঞ্জানের আলোক দিলে।।

তোমার পরশে,তোমার হরষে, এত্ত দিনের শেষে
শিটি দিয়ে ওঠা মোদের কন্ঠে তব জয়গান ওঠে।।
তোমায় পূজিছে ফ্যাশান দেবতা, লহ তব অঞ্জলি
পণ্যদেবতা, লক্ষী দেবী তব ক্রোড়ে করে কেলি।।

তব পরিচয় শুধু লেখা থাকে আজ শাঁখা সিঁদুরে র নীড়ে,
শত আভরণ,ডিজিটাল ক্লিক, সিঁদুর-নাসা র ভীড়ে।।
অতীতে তোমায় পুড়িয়েছি মোরা,এই বাংলার মাঠে
ছিনিয়ে নিয়েছি বংশাধিকার, তব যৌবন পটে।।
আজ ও নারীবাদ,তুমি প্রতিবাদ করবে না,ঠিক করে
প্রসাধনে মেতে শুধু এ ভড়ং সয়ে যাবে চুপ করে।
তব প্রতিবাদ শোনা যায় শুধু স্বল্প বসন নিয়ে
মত্ত মাতাল এই দুনিয়া র, বিজ্ঞাপন টি নিয়ে।।
বিধবা রা সব থাকে বঞ্চিত,আমিষ তাদের মানা
নারীবাদ তুমি করো প্রতিবাদ,না কি এ বিষয়ে বলা মানা??
ঐ যে মেয়েটি রাস্তা বানায়, নোংরা শাড়ি টি পড়ে
সে তো নারী নয়, নারীত্ব তার অচেনা তোমার নীড়ে।
তোমার দিবসে থেকে যাক তাই এই এক সান্তনা।
মানব দিবস, আসবে সামনে, সহে সব যন্ত্রনা।।