সময়ের সমুদ্র পেড়িয়ে,
যে জীবন গিয়েছে হারিয়ে।
বাঁধি তারে লেখনী র জালে তে,
ঘুম কাড়া স্বপ্নের মাঝে তে।।
আজ যারা রূপকথা হয়েছে।
ঐ যারা আকাশে র তারা হয়।
এ কলম তাদেরি জন্য
চুপকথা শোনানোর বাসনায়।।
ঐ শোনো ইমণ এর ঝঙ্কার।
কেউ বুঝি সব ফেলে যাচ্ছে
বাঁকা চাঁদ বুঝি তারি জন্য
রাজপথে জোৎস্না ফলাচ্ছে
কত কথা, কত গান, ছেড়ে সব।
না বলা কথার ভীড়ে মিশছে।।
কলমে র জাদু তে সব্বার।
চুপকথা রূপকথা হচ্ছে।।
চুপকথা এমনি তে চুপচাপ।
শুধু থাকে সময়ের ও পাড়ে।।
নির্ঘুম রাত্রীর কুয়াশায়।
ঝড়ে পড়ে শরৎে র শিশিরে।।
সে শিশির কলমের কালি হোক।
ছন্দে তে সব কিছু মিলে যাক!!
আকাশে তে চলে গেছে যারা সব।
নিজে দের আবার ফিরে পাক।।